জামালপুরের পুলিশ সুপারের প্রত্যাহারের দাবিতে আন্দোলনের ৪র্থ দিনে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলার কর্মরত সাংবাদিকবৃন্দরা। এই কর্মসূচিতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুসিয়ারি দেন সাংবাদিক নেতারা।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এই অবস্থান কর্মসূচি পালন করেন । জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট ইউসুফ আলীর সভাপতিত্বে এসএ টিভির সাংবাদিক ফজলে এলাহি মাকামের সঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান,জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের সাংবাদিক শোয়েব হোসেন, জামালপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আমাদের সময়ের সাংবাদিক আতিকুল ইসলাম রুকন, জামালপুর প্রতিদিনের সম্পাদক অধ্যাপক সুরুজ্জামান, ইনকিলাবের সাংবাদিক নূরুল আলম সিদ্দিকী, দৈনিক সচেতনকণ্ঠের সম্পাদক বজলুর রহমান, দিনকালের সাংবাদিক মুকুল রানা, বাসসের সাংবাদিক মুখলেছুর রহমান লিখন, একুশে টেলিভিশনের সাংবাদিক মুক্তা আহমেদ, সময় টেলিভিশনের সাংবাদিক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ টুডের সাংবাদিক এম সুলতান আলম, প্রথম আলোর সাংবাদিক আজিজ আহমেদ প্রমুখ।
অবস্থান কর্মসূচিতে বক্তারা জানান, আমরা চাই পুলিশের সঙ্গে সাংবাদিকদের শান্তিপূর্ন অবস্থান। পুলিশ সুপার এমন মন্তব্য করে সেই পরিবেশ নষ্ট করেছে।পুলিশের কর্মকর্তা হয়ে তার এমন আচরণ ঠিক হয়নি।
তার আচরনে ক্ষুব্ধ সাংবাদিক সমাজ।তারা আরও জানান,অনতিবিলম্বে পুলিশ সুপারকে প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে ।
উক্ত কর্মসূচীতে জামালপুর প্রেসক্লাব, জামালপুর জেলা প্রেসক্লাব, জামালপুর রিপোর্টার্স ক্লাব ও জামালপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Discussion about this post