জাহিদ হাসান, ভেড়ামারা: কুষ্টিয়ার ভেড়ামারায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শোভা (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শোভা ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে ইয়ার আলীর কন্যা। শোভার দুলাভাই পল্লী চিকিৎসক মতিয়ার রহমান জানান, ৫/৬দিন আগে শোভা জ্বরে আক্রান্ত হয়।
পরীক্ষার পর ডেঙ্গু ধরা পরে। স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পরও অবস্থার উন্নতি না হলেও ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার দিবাগত রাত ১টার দিকে শোভা মারা যায়। সে এবার বিজেএম ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল বলে তার পরিবারের লোকজন জানান। গতকাল সোমবার বেলা আড়াইটায় মহারাজপুর গোরস্থানে জানাজা শেষে সেখানেই তাকে দাফন সম্পন্ন করা হয়।
হা/ডিটিবি/৩০/০৯/২৪
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post