মোঃ ওমরফারুক(সানি): পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা তৈলকুপির একটি পুকুর থেকে মো. রবিউল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিউল ইসলাম পাবনা সদর উপজেলার গাছপাড়া মহল্লার রাহেন ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রিক্সা চালক ছিলেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে আতাইকুলা থানার আর-আতাইকুলা ইউনিয়নের তৈলকুপি গ্রামের হাইওয়ে রোডের পাশে একটি পুকুরে মরদেহ ভাসতে দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।
পুলিশ স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় ব্যাটারি চালিত রিক্সাটি ছিনতাইয়ের পরে তাকে হত্যা করে মরদেহ ওই পুকুরে ফেলে যায় দুর্বৃত্তরা।
হা/01/1024 dtbangla
প্রিন্ট করুন
Discussion about this post