সিলেট অফিস : সিলেটের জৈন্তাপুরে মাদক ব্যবসায়ীর বাড়ীতে সেনাবাহিনী তল্লাসী চালিয়ে ৫৫০ পিস ইয়াবা সহ এক নারীকে আটক করা হয়। পরে ইয়াবা সহ আটককৃত নারীকে থানায় পুলিশের কাছে হস্তান্তর করে সেনা সদ্যসারা।
সোমবার (৩০শে সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের বৃত্তিত্বে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের উত্তর কামরাঙ্গিখেল গ্রামের আফতাব উদ্দিনের বাড়ীতে রাত ১১:৩০ ঘটিকায় বাংলাদেশ ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন সাদ্ বিন এমদাদের নেতৃত্বে টহলটিমে থাকা ওয়ারেন্ট অফিসার তাজুল ইসলাম সহ সঙ্গীয় সেনাফোস তল্লাসী চালানোর সয় তার ঘরের গোপন কক্ষ থেকে ৫৫০ পিস ইয়াবা সহ তার স্ত্রী কুলসুমা বেগম(৪০)কে আটক করা হয়।
পরে আটক হওয়া নারী মাদক কারবারিকে পুলিশের নিকট ৫৫০ পিছ ইয়াবা বড়ি সহ হস্তান্তর করেন সেনাবাহিনীর টহলটিম।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।
ইয়াবা সহ নারী আটকে পুলিশ বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক হওয়া নারীকে বিজ্ঞআদালতে প্রেরণের করা হয়েছে।
হা/01/1024 dtbangla
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post