কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাটিকামারা ও স্টেশন প্ল্যাটফর্ম সংলগ্ন পূর্ব পাশের রেল ক্রসিং মারাত্বক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। রেলক্রসিং দুটিতে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পাড় হচ্ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। বাটিকামারা তেবাড়িয়া ও স্টেশন প্ল্যাটফর্ম সংলগ্ন পূর্ব পাশের রেল ক্রসিং রাস্তাটি খুবই ব্যস্ততম রাস্তা। এ রাস্তা দিয়ে কুমারখালী সরকারি কলেজে প্রবেশের প্রধান প্রবেশদ্বার। এই দুটি রেলক্রসিং পাড় হয়ে কুমারখালী শহর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য রাস্তাটি ব্যবহার করা হয়। এছাড়াও এ রাস্তা দিয়ে একাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ মাদ্রাসা এতিমখানায় যাতায়াত করে কোমলমতি শিশুরা কিশোররা। কিন্তু এতো ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ রাস্তাটির বাটিকামারা তেবাড়িয়া রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে পড?ে আছে কোনো গেটম্যান ছাড?াই। রেললাইনের দুইপাশে দুইটি প্রতিবন্ধকতা গেট থাকার কথা থাকলেও সেখানে রয়েছে একটি গেট। অপর আরেকটি গেট দীর্ঘদিন আগেই উধাও হয়ে গেছে। এই রেল ক্রসিংয়ে গেট গুলোতে নেই কোন গেটম্যান। স্টেশন প্লাটফর্ম সংলগ্ন ক্রসিং টি একেবারে উন্মুক্ত গেটম্যান দূরের কথা নেই কোনো গেট। এ ক্রসিং টিতে গেট না থাকায় ট্রেন স্টেশনে থামেথাকা অবস্থায় ঝুঁকি নিয়ে পার হতে দেখা যায় বিভিন্ন যানবাহন। এ ব্যাপারে স্থানীয়রা ক্ষোভের প্রকাশ করে জানান, গুরুত্বপূর্ণ এই রেলক্রসিং দুটিতে নেই কোনো গেটম্যান প্রায় সময় এই ক্রসিং দুটিতে দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। রেললাইনের আশপাশে বসতবাড?ি এবং দোকানপাট থাকায় কখন ট্রেন আসছে বা কখন যাচ্ছে বোঝার উপায় নেই। ভুক্তভোগী এক নারী জানান, আমার দুই সন্তানকে নিয়ে তরুণ মোড? থেকে ব্যাটারি চালিত ভ্যান যোগে আসার সময় বাটিকামারা তেবাড়িয়া রেলক্রসিং পাড় হবার সময় আচমকাই ট্রেন চলে আসে ভ্যান ওয়ালা দ্রুত গতি রোধ করে পিছিয়ে আসে। সেসময় আল্লাহ্ পাক বাঁচিয়ে দেয়। কলেজগামী শিক্ষার্থীরা বলছেন মাঝেমধ্যে গেট পার হওয়ার সময় বোঝার উপায় নেই ট্রেন আসছে কি না। এতে করে গেট পাড় হতে বেগ পোহাতে হয়। এ বিষয়ে কুমারখালী স্টেশন মাস্টার শফিকুল ইসলাম জানান, বাটিকামারা রেলগেটের ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ওই রেলগেট টি নির্মাণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে, অচিরেই গেট নির্মাণ করা হবে। অপরটি আমাদের রেলওয়ে তালিকায় না থাকায় আমরা কিছু করতে পারছিনা। এদিকে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এই গেট দুটোর ব্যাপারে দ্রুত সমাধানের ব্যাবস্থা গ্রহণ করেন।

Discussion about this post