হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলা (উত্তর) শাখার আয়োজনে দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে দৌলতপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।
দৌলতপুর উপজেলা উত্তর শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা মো.বেলাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মিরপুর উপজেলা ও জেলা জামায়াতের নায়েবে আমীর সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল গফুর,মিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর খন্দকার রেজাউল করিম জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক মো.সুজা উদ্দিন জোয়াদ্দার,শিক্ষা-সাহিত্য,প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক ড. নুরুল আমীন জসিম, উপজেলা দক্ষিণ শাখার আমীর মো. আরোজ উল্লাহ,দৌলতপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো.শফিউল ইসলামসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হা/03/1024 dtbangla
প্রিন্ট করুন
Discussion about this post