কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক কর্তৃক ছাত্রীদের সাথে অশালীন আচরণের প্রতিবাদ ও অভিযুক্ত দুই শিক্ষকসহ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সম্মুখস্থ কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এঘটনায় ওই সড়কে চলাচলরত যানবাহন আটকে যাওয়ায় চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ পর্যায়ের সহকারী অধ্যক্ষ শাহ জালাল ও কলেজের প্রভাষক কামরুজ্জামান মোল্লা বিভিন্ন সময়ে ছাত্রীদের গায়ে হাত দেয়াসহ অসদাচারণ করেন, ছাত্রীদের কাছে অভিযুক্ত শিক্ষকদের প্রেরিত মেসেজের প্রমাণও (স্ক্রিনশট) রয়েছে।
এবিষয়ের বিচার চেয়ে সপ্তাহখানেক আগে স্যারদের কাছে অভিযোগ দিয়েছিলো। স্যারেরা বিচার করার আশ্বাস দিলেও এখন পর্যন্ত সমস্যা সমাধানে কোন উদ্যোগই নেননি।
এমনকি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সমাধানের আশ্বাস দিয়ে কোনো সমাধান করেনি। উল্টা শিক্ষার্থীদের অভিযোগ সঠিক নয় বলে তারা গালি গালাজ করছেন’। তারই প্রতিবাদে শিক্ষার্থীরা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছে’। শিক্ষার্থীরা অভিযোগের নিরপেক্ষও সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করছে’।
এবিষয়ে অভিযুক্ত শিক্ষক শাহজালাল ও কামরুজ্জামান মোল্লার মুঠোফোনে একাধিক বার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।
বিষয়টির সত্যতা জানতে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: নাজমুল আরেফিন এর সাথে মুঠোফোনে আলাপ কালে তিনি জানান, শিক্ষার্থীরা কোন লিখিত অভিযোগ দেই নাই; তারা মৌখিক ভাবে অভিযোগ দিয়েছে, সেবিষয়ে তদন্ত করার জন্য একটি কমিটি করে দেয়া হয়েছে, তবে অভিযোগের সত্যাসত্য এখনও যাচাই করা হয়নি’।
হা/03/1024 dtbangla

Discussion about this post