গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুুয়াখালীর কলাপাড়ায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো. ফয়জুল ইসলাম আশিক তালুকদারের বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে পৌরশহরের কলেজ রোড এলাকার বাসা থেকে একটি হকিষ্টিক, একটি চাকু, একটি চাইনিজ কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
এসময় ওই বাসায় কোন লোক ছিল না, বাসাটি তালাবদ্ধ ছিল বলে জানা গেছে।
এ ব্যাপারে কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. জাকির হোসেন জানান, যৌথ বাহিনীর অভিযানের সময় তিনিও সাথে ছিলেন। তবে অভিযানটি ক্যাপ্টেন মুশফিকুর রহমান পরিচালনা করেছেন।
এদিকে, অস্ত্র উদ্ধারের বিষয়টি স্বীকার করে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন’ মামলার বিষয়টি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলতে পারবেন।
১৬.কোটালীপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ জসীম উদ্দিন, শিক্ষক নাসির উদ্দিন, সুরেশ কুমার দাস, ইদ্রিসুর রহমান, হাবিবুর রহমান মুকুল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী সাফায়েত হোসেন বক্তব্য রাখেন।
প্রিন্ট করুন
Discussion about this post