দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৬ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা,সেনাবাহিনীর দৌলতপুরের দায়িত্ব প্রাপ্ত ক্যাপ্টেন সোহানুর রহমান,উপজেলা সহকারী কমিশনার
(ভূমি) মো: ফয়সাল আহামেদ,দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী দুলাল দেবনাথ,সেক্রেটারি শ্রী বাবুল কুমার দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী অজিত কর্মকার,সেক্রেটারি শ্রী অমিত কুমার সরকার।
এছাড়াও উক্ত সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবছর দৌলতপুরে সাতটি স্থানে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী সহ আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান জানানো হয়।
প্রিন্ট করুন
Discussion about this post