রোকাইয়া তিথি, জবি প্রতিনিধি:
ভূগোল ও পরিবেশ বিভাগ বিতর্ক ক্লাবের উদ্যোগে প্রথম কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালাটি ৮ অক্টোবর, ২০২৪ (মঙ্গলবার) রাত ৮টায় অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এতে বিভাগের শিক্ষার্থী ও বিতার্কিকদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনলাইন ভিত্তিক এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ এন্ড আর্থ সাইন্স অনুষদের ডিন, অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেইন। তিনি নতুন বিতার্কিকদের উৎসাহিত করেন এবং বিতর্কের মাধ্যমে সৃজনশীল চিন্তাধারার প্রসারে ভূগোল ও পরিবেশ বিভাগের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের; ছাত্র উপদেষ্টা, অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান; এবং সহযোগী অধ্যাপক, ড. নিগার সুলতানা। তারা শিক্ষার্থীদের বিতর্কের বিভিন্ন কৌশল এবং তথ্যপ্রমাণের গুরুত্ব সম্পর্কে ধারণা দেন। তাঁদের আলোচনার মাধ্যমে ক্লাবটির সংকটকালীন সময়গুলো এবং সেগুলো অতিক্রম করে আগামীর দিকে অগ্রসর হওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। বিভাগের পক্ষ থেকে ক্লাবটিকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে যেন এটি উন্নতির পথে এগিয়ে যেতে পারে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজু। তিনি বিতর্কের মৌলিক নিয়ম-কানুন এবং কৌশল নিয়ে শিক্ষার্থীদের বিশদ আলোচনা করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোছা. রোকাইয়া আক্তার তিথি এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন ক্লাবের সদস্য শায়রা নাজিয়া সামিহা।
উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেইনের নির্দেশনায় ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে ভূগোল ও পরিবেশ বিভাগের ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠা করা হয় এবং ক্লাবটির প্রথম কমিটি গঠন করা হয়। ক্লাবটি কর্তৃক আয়োজিত প্রথম এই কর্মশালার সফল সমাপ্তি নিয়ে সদস্যদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের আরও কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
প্রিন্ট করুন
Discussion about this post