মিরপুর প্রতিনিধি: মোহাম্মদ হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ৪.৩০ মিনিটে মিরপুর হালসা শাকদহচর মাদ্রাসা মাঠে ১৬ দলের মধ্যে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দল হিসেবে শক্তিশালী শাকদহচর ইটালিয়ান ক্লাব বামনগাড়ী বয়েজ ক্লাব কে ২ গোলে পরাজিত করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেএী জাতীয় নির্বাহী কমিটির সদস্য, অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সেক্রেটারি, কুষ্টিয়া -২ মিরপুর ভেড়ামারা আসনের গন মানুষের নেত্রী জনাবা ফরিদা ইয়াসমিন।
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারন সম্পাদক বকুল আলী, জেলা মহিলা দলের সদস্য মুন্নী খাতুন,৯নং ওয়াড বিএনপির সভাপতি সাধারন সন্পাদক হাবিবুর রহমান, আমবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাূক হাফিজুর রহমান, ইউনিয়ন ছাএদলের সভাপতি মাহামুদুর রহমান তীব্র্, সাধারন সম্পাদক আরিফুর রহমান, হালসা ডিগ্রী কলেজ ছাএদলের সভাপতি প্রাথী মোঃ বিকাশ, আমবাড়ীয়া ইউনিয়ন বিএনপি নেতা রাজিব হোসেন,মনির হোসেন, ৯নং ওয়াড় কৃষক দলের সভাপতি ওমর আলী,
ফাইনাল খেলাটি আয়োজনে করে মোহাম্মাদ হাসান স্মৃতি ফাউন্ডেশন শাকদহচর হালসা মিরপুর কুষ্টিয়া।
প্রিন্ট করুন
Discussion about this post