মোাঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন মিন্টু (৭৮) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৪ অক্টোবর) ভোররাতে রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম এলাকায় তিনি নিজ বাসভবনে মারা যান ।
বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন মিন্টু দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর । একসময় মিনহাজ উদ্দিনের পেশা ছিল ফটোগ্রাফি। রাজশাহী নিউমার্কেটে ‘পুষ্প’ নামে তাঁর একটি স্টুডিও ছিল। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অবিবাহিত।
রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) বাদ জোহর ছোটবনগ্রাাম পূর্বপাড়া বড় জামে মসজিদ প্রাঙ্গণে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় তিনি জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন।
আরএমপি’র বোয়ালিয়া পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে ছোটবনগ্ৰাম পূর্বপাড়ায় অবস্থিত পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মীবৃন্দ, সাংবাদিক ও মরহুমের হিতাকাঙ্খিরা উপস্থিত ছিলেন।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post