আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় দুলাল মন্ডল (৬০) নামের এক বৃদ্ধ কৃষকের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
উপজেলার রাজৈ ইউনিয়নের সোহাল গ্রামের জঙ্গল বেষ্টিত গ্রাম্য রাস্তার পাশ থেকে রোববার সকালে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, গত শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ঔষধ কেনার জন্য দুলাল মন্ডল বাড়ির কাছেই বোর্ড বাজারে যায় রাত গভীর হওয়ার পরও বাসায় না ফিরলে আত্মীয়-স্বজনরা খোঁজাখুঁজি করতে গিয়ে তাকে মৃত অবস্থায় রাস্তার পাশে দেখতে পান।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। লাশের গায়ে আঘাতের চিহ্ন থাকায় পরিবারের দাবি দুলাল মন্ডলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত দুলাল মন্ডল উপজেলার রাজৈ ইউনিয়নের সোহাল গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা স্বীকার করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল হুদা জানান, লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

Discussion about this post