মুহাম্মাদ রুমান দেওয়ান (সিদ্ধিরগঞ্জ) নারায়ণগঞ্জ সংবাদদাতা :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসায় গ্যাস বিস্ফোরণে ভবনের দেয়াল উড়ে গেছে। এ ঘটনায় কবিতা (৪০) নামে এক গার্মেন্টসকর্মী গুরুতর আহত হয়েছেন।
রোববার (২০ অক্টোবর) ভোর ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী নয়াপাড়া হৃদয়মনি ক্রিয়েটিভ স্কুল রোড এলাকার এক বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। কবিতাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার শরীরের ৪০ ভাগ পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে বিকট শব্দে বিস্ফোরণে দ্বিতীয় তলার তিনটি কক্ষের বারান্দার দেয়াল ভেঙে নিচে ছিটকে পড়ে। সিলিংয়ের বিভিন্ন পয়েন্টে ফাটল দেখা দিয়েছে। কক্ষের ভেতরের দেয়ালও ধসে পড়েছে। আহত কবিতা ওই বাসার ভাড়াটিয়া ও আদমজী ইপিজেডের অনন্ত গার্মেন্টেসের কর্মী। ভোরে চুলায় আগুন জ্বালাতে গিয়ে দূর্ঘটনায় পড়ে। বাসায় সে একা ছিল। বিস্ফোরণের পর লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, কবিতার শরীরের ৪০ ভাগ পুড়ে গেছে।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: মিরন মিয়া জানান, গ্যাসের চুলা থেকে জমা হওয়া গ্যাস থেকে বিস্ফোরণটি হয়েছে। সম্ভবত রাতে চুলার সুইচ ভালো করে বন্ধ করেনি। সকাল গ্যাসের চুলাতে আগুন ধরাতে গেলে বিস্ফোরণ ঘটতে পারে।

Discussion about this post