কুমারখালী প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১৫ থেকে ২০ হাজার নেতাকর্মী অংশ নেন।
রোববার (২৭ অক্টোবর) যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এমন বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে উপজেলা ও পৌর যুবদল। এটি গেল ৪৬ বছরের মধ্যে সবচেয়ে বড় শোভাযাত্রা বলে জানিয়েছেন নেতাকর্মীরা।
আয়োজকরা জানায়, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সকাল ১০ টা থেকে উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা কুমারখালী হলবাজার এলাকায় এসে জড় হন। এরপর দুপুর ১২ টার দিকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হলবাজা, গণমোড়, থানামোড়, স্টেশনবাজার, গোলচত্বর, কাজীপাড়া মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় হলবাজার এসে শেষ হয়। এসময় ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখরিত ছিল শোভাযাত্রাটি। পরে হলবাজার এলকায় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য ও কুমারখালী পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম আনছার প্রামাণিক। উপজেলা যুবদলের আহবায়ক এ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমারখালী পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলম টমে।
জানতে চাইলে এবিষয়ে বিএনপি নেতা নুরুল ইসলাম আনছার প্রামাণিক বলেন, দীর্ঘ ১৬-১৭ বছরে আমরা হামলা মামলায় ঘরে ঘুমাতে পারিনি। আজ দেশে ফ্যাসিবাদ নেই। রাজপথে নেতাকর্মীদের ঢল নেমেছে। যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ১৫/২০ হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছিল। গেল ৪৬ বছরের এতো বড় শোভাযাত্রা কুমারখালীতে হয়নি।
তিনি আরো বলেন, কিছু আওয়ামী লীগের সুবিধাবাদী লোক বিএনপিতে নাম লেখাতে চাচ্ছে। যারা বিগত দিনে কোনো আন্দোলন সংগ্রামে ছিলোনা। তারা দলে ঢুকে ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি করছে। এদের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন তিনি।
এহ/27/10/24/ দেশ তথ্য
Discussion about this post