পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি : ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামীগের লগি-বৈঠার তাণ্ডবে জামায়াতের নেতাকর্মীদের খুনের ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় পাটগ্রাম পৌর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজ মাঠে উক্ত মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমীর মাসুদ আলম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য ও লালমনিরহাট-১ নির্বাচনী এলাকার প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু।
প্রধান আলোচক হিসেবে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে জামায়াতের উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আবু তালেব, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাফেজ সোয়াইব আহম্মেদ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলমগীর খোরশেদ এবং সাবেক ছাত্রশিবিরের নেতা সোহেল রানা উপস্থিত ছিলেন।
এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে জামায়াতের নেতাকর্মীদের খুনের বিচার দাবি করে এবং তাণ্ডবের নির্দেশ দাতা শেখ হাসিনার ফাঁসি দাবি করেন।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post