নিজস্ব প্রতিবেদক ॥ শীতের তীব্রতার শুরুতেই অসহায় শীতার্তদের উষ্ণতার ছোঁয়া দিতে নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র কম্বল দিয়েছে ‘আশা’। দেশের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান ‘আশা’ গতকাল সোমবার কুষ্টিয়ার জেলা প্রশাসকের কাছে জেলা সদরের শীতার্তদের জন্য সাড়ে ৩শ’ কম্বল হস্তান্তর করেছে। সকাল সাড়ে ১০টায় ভ্যানে করে কম্বল নিয়ে এসে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে হস্তান্তর করেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সাইদুল ইসলামের হাতে কম্বল তুলে দেন আশার কুষ্টিয়া ডিভিশনের এডিশনাল ডিভিশনাল ম্যানেজার ওমর ফারুক ও কুষ্টিয়া সদর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার শরিফুল ইসলাম। এসময় আশা-কুষ্টিয়া সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আবুল হোসেন, কুষ্টিয়া সদর-১ ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার বাবুল হোসেন, কুষ্টিয়া সদর-২ ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার রেজাউল করিম, কুষ্টিয়া সদর জেলার এস,ই আব্দুল্লাহ আল ফারুক এবং কুষ্টিয়া সদর-১ ব্রাঞ্চের সিনিয়র সহকারী ব্রাঞ্চ ম্যানেজার তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন। কম্বল হস্তান্তর শেষে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেন তারা। প্রতি বছর শীতার্তদের মাঝে কম্বল বিতরণে আশার উদ্যোগকে জেলা প্রশাসক স্বাগত জানান এবং আশা’র এধরনের সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি এ ধরণের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য পরামর্শ দেন। আশার কর্মকর্তারাও এই ধরনের সামাজিক কর্মকান্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই কম্বল জেলা প্রশাসক দরিদ্র, সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে বিতরণ করবেন। সুষ্ঠু বিতরনের জন্যই আশা জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর করেন। প্রতি বছরই সারাদেশে মহতি এই কার্যক্রম চালিয়ে আসছে আশা।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post