জামালপুরের কৃতি সন্তান, উপ-মহাদেশের প্রখ্যাত চলচিত্র ব্যাক্তিত্ব, দেশ বরেণ্য চলচিত্র নির্মাতা, সাহিত্যিক আমজাদ হোসেনের প্রয়াণ দিবস উপলক্ষে মৌন শোভাযাত্রা ও সমাধিতে পুষ্পস্তবক নিবেদন করেছে আমজাদ হোসেন চর্চা কেন্দ্র ও জেলার অন্যান্য সাংস্কৃতিক সংগঠন।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১২ টায় শহরের বকুলতলা থেকে পৌর গোরস্থান পর্যন্ত মৌন মিছিল অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে ছিল, আমজাদ হোসেন চর্চা কেন্দ্র, জেলা শিল্পকলা একাডেমী, থিয়েটার অঙ্গন, নাট্যনীড়, অমৃত থিয়েটার, এস এম থিয়েটার, লালন একাডেমী, জাগরণ থিয়েটার ও সততা ব্যবসায়ী কল্যাণ সমিতি।
প্রয়াত আমজাদ হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন দোদুল জানান, আজ তার তৃতীয় মৃত্যু বার্ষিকী। আমরা ধন্যবাদ জানাই আমজাদ হোসেন চর্চা কেন্দ্রকে, সাংস্কৃতিক সংগঠনগুলোকে,জামালপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের এবংকি রাজনৈতিক ব্যক্তিত্বদের যারা আমার বাবাকে সম্মান জানিয়েছেন। আমরা যে কিভাবে মুগ্ধ এবং খুশি আমার বাবা কোন মাপের মানুষ এটা আজকে থেকেই বোঝা যায়। আজকে রেলিতে এত মানুষ এত সংগঠন অংশগ্রহণ করেছে তাতে আমি খুবই খুশি। গর্বিত আমি আমজাদ হোসেনের সন্তান।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post