কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় স্কুল অব লরিয়েট্’স ইন্টারন্যাশনাল এর আয়োজনে শীতের রঙে ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিকালে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শেষ হয়েছে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৫ বিভাগে শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করা হয়েছে।
এর মধ্যে ক বিভাগে প্লে-কেজির শিক্ষার্থীদের ইচ্ছেমতো অঙ্কন,খ বিভাগে ১ম-২য় শ্রেণীর শিক্ষার্থীদের শীতকালীন গ্রামবাংলা,গ বিভাগে ৩য়-৪র্থ শ্রেণীর শিক্ষার্থীদের শীতের শহর,ঘ বিভাগে ৫ম-৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের শীতের গ্রামীণ জীবন, ঙ বিভাগে ৭ম-১০ম শ্রেণীর শিক্ষার্থীদের বিলুপ্তির পথে শীতের ছোঁয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের বেনাপোল শাখার ম্যানেজার সাইফুল ইসলাম, মিরপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান, স্কুল অফ লরিয়েটস্ জুনিয়রের সহকারী প্রধান শিক্ষক মোছা: সুমি খাতুন।
প্রতিযোগিতায় বিচারক মন্ডলীর দায়িত্বে ছিলেন, আলিফ আর্ট স্কুলের পরিচালক আলম ইউনুস,কুষ্টিয়া জেলা স্কুলের অবসারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল কবির।
অনুষ্ঠান পরিচালনা করেন স্কুল অফ লরিয়েটসের সহকারী শিক্ষক প্রিতীয়ারা।সার্বিক সহযোগিতা করেন জুবায়ের আলম রাজ,ফাতেমা আক্তার।
এহ/01/11/24/ দেশ তথ্য
প্রিন্ট করুন
Discussion about this post