নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ চৌধুরী টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন।
আজ সোমবার (৪ নভেম্বর) তিনি মির্জাপুরে উপজেলা পরিষদ চত্তরে এসে উপস্থিত হলে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভুমি) অফিস পরিদর্শনের পর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন।
এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, বিভাগীয় কমিশনারের ব্যক্তিগত সহকারী আশরাফুল ইসলাম, স্টাফ অফিসার ফাহিম শাহরিয়ার, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো. যুবদীল খানসহ উপজেলা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের পর উপজেলা পরিষদ চত্তরের পুকুর ঘাটে একটি বৃক্ষের রোপন করেন। পরে তিনি কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান পরিদর্শন করেন

Discussion about this post