কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া মডেল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. শিহাবুর রহমান শিহাব যোগদান করেছেন। গতকাল বুধবার (৬ নভেম্বর) বিকালে তিনি কুষ্টিয়া মডেল থানায় যোগদান করেন।
মো. শিহাবুর রহমান শিহাব কুষ্টিয়ায় যোগদানের আগে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অফিসার ইনচার্জ (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। ওসি শিহাব পুলিশ বাহিনীতে যোগদানের পর ২০০৬ সালে উপ-পরিদর্শক হিসেবে কুষ্টিয়া মডেল থানায় কর্ম জীবন শুরু করেন।
কুষ্টিয়া মডেল থানায় যোগদানের পর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিহাবুর রহমান শিহাব বলেন, সকলের সহযোগিতা নিয়ে কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করতে চাই। আমি কুষ্টিয়া মডেল থানায় কর্মরত যতদিন থাকবো ততোদিন এই থানার দরজা সকলের জন্য সবসময় উন্মুক্ত থাকবে। সকলের কাছে দোয়া কামনা করছি।
এহ/06/11/24/ দেশ তথ্য

Discussion about this post