দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মালিকদিয়ার গ্রামের মৃত শের আলী ছেলে ব্যবসায়ী হাজী মোঃ নজরুল ইসলামকে গত (০২ নভেম্বর) রাত ৯টার কিছু পরে নিজ বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে একদল ডাকাত। লুটে নেয় প্রায় ৫ লক্ষ টাকা ও তার স্ত্রীর গলায় থাকা স্বর্ণালংকার।
এ বিষয়ে দৌলতপুর থানার একটি মামলা করে ভুক্তভোগী ব্যবসায়ী নজরুল ইসলাম।ডাকাতির অন্যতম আসামি রাকিবুল ইসলাম রাখি (৩৫)কে (৬ নভেম্বর) বুধবার দৌলতপুর উপজেলার আবেদের ঘাট এলাকা থেকে গ্রেফতার করে কুষ্টিয়া র্যাব-১২।
রাকিবুল উপজেলার ফিলিপনগর গ্রামের হাফিজুর সরদারের ছেলে। আটকের সময় রাকিবুলের কাছে থাকা নগদ ১৬ হাজার টাকা ও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার খন্দকার গোলাম মোর্ত্তুজা বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
এহ/07/11/24/ দেশ তথ্য
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post