রীতা গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডের কয়েকটি বাসা-বাড়ীর বিদ্যুতের সংযোগ কেটে দিচ্ছে দুর্বৃত্তরা। এতে করে বিপাকে পড়েছেন বিদ্যুতের গ্রাহকরা।
গতকাল শুক্রবার (৮ নভেম্বর) সকালে পৌর এলাকার স্বজনপুকুর গ্রামের কয়েকটি বাসা-বাড়ীর মিটারের সংযোগ তার কাটা অবস্থায় দেখতে পান গ্রাহকরা। তার কাটা অবস্থায় দেখতে পেয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করে।
ওই গ্রামের বাসিন্দা মো. আলম, মো. জব্বার আলী ও মো. হযরত মিয়া জানান, গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে হঠাৎ করে বিদুৎ চলে যায়। পরদিন গতকাল শুক্রবার (৮ নভেম্বর) সকাল পর্যন্ত বাসাবাড়ীতে বিদ্যুতের দেখা না মেলায় নেসকো এর ফুলবাড়ী অফিসে যোগযোগ করেন গ্রামের ভুক্তভোগী গ্রাহকরা। সেখান থেকে জানানো হয়, নেসকো থেকে লাইন বন্ধ করা হয়নি, লাইন চালু রয়েছে। এরপর গ্রাহকরা নিজ নিজ মিটারে গিয়ে দেখতে পান বৈদ্যুতিক পোল (খুঁটি) থেকে মিটার পর্যন্ত সংযোগ লাইনের তার দুর্বৃত্তরা কেটে দিয়েছে। এজন্য রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। পরবর্তীতে বিদ্যুতের অফিসে যোগাযোগ করে নতুন তার লাগিয়ে পুনরায় লাইন চালু করতে হয়েছে বাসাবাড়ীতে।
নেসকো এর ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী মো. রুবেল ইসলাম হাওলাদার বলেন, বিষয়টি জানার পরপরই গ্রাহকের বাসাবাড়ীর লাইন সচর করে দেওয়া হয়েছে। এখন ওই গ্রামের বিদ্যুত সরবরাহ স্বাভাবিক রয়েছে।

Discussion about this post