শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামে বাস চাপায় মোঃ শামসুল আলম (৩২) নামের এক মটর সাইকেল চালক নিহত হয়েছে।
আহত হয়েছে আরো একজন।আহত ব্যাক্তির নাম মোঃ আবুল কাশেম।কুড়িগ্রাম পৌর শহরের নাজিরা পচার মসজিদ গ্রামের বাসিন্দা। দূর্ঘটনা কবলিতরা আপন দুই ভাই বলে জানা গেছে।
রবিবার ১০ নভেম্বর সকালে পৌর শহরের পচা মসজিদ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার সকালে ঢাকা থেকে চিলমারীগামী এস এন পরিবহনের একটি বাস শহরের নাজিরা পচার মসজিদ এলাকায় আসে। এসময় বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলটি সড়কের পাশে পড়ে থাকা একটি কলাগাছ এড়িয়ে যাওয়ার সময় বাসের নীচে চলে যায়। দুর্ঘটনায় মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং তার চালক চাকার নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এসময় সড়কে যান চলাচল কিছুক্ষনের জন্য বন্ধ হয়ে যায় পরে পুলিশ এসে ঘাতক বাসটি সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমরা সুরতহাল রিপোর্ট নিচ্ছি।কেউ এখন পর্যন্ত অভিযোগ করে নাই।জেনেছি দু’পক্ষই স্থানীয়ভাবে বসে মিমাংসার চেষ্টা করছে।

Discussion about this post