রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী: ৭ই নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র্যালী।
রোববার (১০ নভেম্বর) সকাল থেকে পটুয়াখালী পিডিএস ময়দানকে কেন্দ্র করে পটুয়াখালী জেলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে রঙ্গিন ব্যানার ,ফেস্টুন , অঙ্গসংগঠনের গেঞ্জি, ক্যাপ, দলীয় জাতীয় পতাকা সহকারে পিডিএস এ ময়দানে হাজার হাজার নেতাকর্মী একত্রিত হয় পরে বেলা ১১ টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া র্যালী উদ্বোধন করেন পরে পিডিএস ময়দান থেকে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি নেতৃত্বে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনানী মোড়ে নিজ কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মিলিত হয়।
জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু, সদর থানা বিএনপির সভাপতি কাজী মাহবুব আলম ও পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন।

Discussion about this post