সিলেট প্রতিনিধি : সিলেট প্রেসক্লাব সদস্যদের নিয়ে সেভরন বাংলাদেশ দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে নগরীর সুবিদবাজারস্হ সিলেট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে শেভরন বাংলাদেশ আয়োজিত ‘জিয়োলজি ফর নন জিয়োলজিস্টস ফর সিলেট প্রেসক্লাব মেম্বার্স ‘ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালা
অনুষ্ঠিত হয়।
সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন করেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির।
এসময় উপস্থিত ছিলেন, শেভরন বাংলাদেশের কমিউনিকেশন ম্যানেজার শেখ জাহিদুর রহমান, ফিল্ড কর্পোরেট এফেয়ার্স ম্যানেজার তুষারুজ্জামান খন্দকার প্রমুখ।
সিলেট প্রেসক্লাবের ৩৩ জন সদস্য এতে অংশ নেন।
প্রশিক্ষণ কর্মশালায় জ্বালানি তেল ও গ্যাসক্ষেত্রে ভূতত্ত্ব বিদ্যার নানা বিষয় উপস্থাপন করেন শেভরন বাংলাদেশের ভূতত্ত্ববিদ সিরাজুম মুনিরা, পেট্রোলিয়াম প্রকৌশলী সামিউজ্জামান খন্দকার।
এ সময় বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, কৌশলসহ অন্যান্য বিষয়ের ওপর সাংবাদিকদের প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষক সিরাজুম মুনিরা বলেন, ‘শেভরনের বিশ্বমানের প্রযুক্তিগত সক্ষমতা ব্যবহার করে বিদ্যমান গ্যাসক্ষেত্র থেকে আরও গ্যাস সরবরাহ বাড়াতে বাংলাদেশ সরকার এবং পেট্রোবাংলার সাথে অংশীদারিত্বের মাধ্যমে শেভরন বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করছে। পেট্রোবাংলা এবং বাংলাদেশ সরকারের সাথে তার দীর্ঘস্থায়ী সম্পর্ককে গুরুত্ব দেয় শেভরন বাংলাদেশ। বাংলাদেশের জ্বালানি লক্ষ্য পূরণে সহায়তা করতে সরকারের সাথে কাজ করার বিষয়ে সেভরন প্রতিশ্রতিবদ্ধ।’
তিনি বলেন,সেভরন বাংলাদেশের বৃহত্তম গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান। ২৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ সরকারের সাথে দেশে সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং পরিচ্ছন্ন জ্বালানি সরবরাহে কাজ করছে।
কর্মশালায় বিশেষজ্ঞরা জানান, গ্যাস ক্ষেত্র পুরনো হয়ে গেলে সেখানে চাপে কমে যাওয়াসহ নানা কারণে গ্যাসের উৎপাদন কমতে থাকে। কিন্তু সেখানে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্যাসকূপের ক্ষতি না করেও উৎপাদন বাড়ানো সম্ভব।
প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেভরন বাংলাদেশের কমিউনিকেশন ম্যানেজার শেখ জাহিদুর রহমান, ফিল্ড কর্পোরেট এফেয়ার্স ম্যানেজার তুষারুজ্জামান খন্দকার প্রমুখ।
উল্লেখ্য,দেশে গ্যাসের উৎপাদন বাড়াতে শেভরনের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুরনো গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের উৎপাদন বৃদ্ধি করতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে বহুজাতিক মার্কিন কোম্পানি শেভরন।
এহ/13/11/24/ দেশ তথ্য
প্রিন্ট করুন
Discussion about this post