মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকা ও শিক্ষার্থীদের হয়রানীর ও হেনস্তার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ র্যালী করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে আসে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে সহকারি কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন শিক্ষার্থীদের অভিযোগ শোনেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ ঘটনাকে কেন্দ্র করে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মহিমা ও স্বরনী বলেন, বিদ্যালযয়ের সহকারী শিক্ষক আখতার হোসেন তাদের প্রিয় শিক্ষিকা বেদানা খাতুনকে বেতন উত্তোলনকে কেন্দ্র করে লাঞ্ছিত করেন এবং ওড়না কেড়ে নেন।
ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সাথী ও জান্নাত জানান, অত্র বিদ্যালয়ের দারোয়ান হাসান অন্তত ১৫ জন মেয়ের সাথে অস্বজনীনমূলক আচরণ করেছে এবং প্রায় সময় ইভটিজিং করে। এছাড়া আখতারুজ্জামান ক্লাস বাদ দিয়ে রাজনৈতিক বিষয়ে আলোচনা বেশি করেন। তিনি রাজনৈতিক প্রভাব অন্যান্য শিক্ষককে দেখান আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা আমাদের বিদ্যালয়ে কোন রাজনীতি দেখতে চাই না।
হালিমা খাতুন বলেন, জেনারেল লাইনের শিক্ষক বাদ দিয়ে ভোকেশনাল থেকে শিক্ষক নিয়ে এসে ক্লাস নেওয়া হয়। ভোকেশনাল শিক্ষকদের কাছ থেকে আমরা কি শিখব এমনটাই বলছিলে এই শিক্ষার্থী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সঠিক বিচারের আহব্বান জানান।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন
Discussion about this post