পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সানিয়াজান নদীতে মাটি কাটতে গিয়ে পুরাতন একটি গ্রেনেড পান কৃষক লেবু মিয়া (২৫)।
গ্রেনেডটি গুপ্ত ধন ভেবে বাড়িতে রেখে দেন, পরে পুলিশের নিকট হস্তান্তর করেন।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান ২ ডিসেম্বর সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করে বলেন , গত এক মাস আগে বাউরা নবীনগর এলাকার মোফাজ উদ্দিনের ছেলে কৃষক লেবু মিয়া ওই এলাকার সানিয়াজান নদীতে মাটি কাটতে গিয়ে এ গ্রেনেডটি পান। প্রথমে এটিকে গুপ্তধন ভেবে গোপনে বাড়িতে রেখে বিভিন্ন ভাবে এটি ভাঙার চেষ্টা করেন। অবশেষে রবি বার রাতে বুঝতে পারেন এটি গুপ্তধন নয় পুরাতন কোনো গ্রেনেড হবে। তখন বিষয়টি স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) নবীনগর ক্যাম্প কমান্ডার হাবিলদার মজিবুর রহমানকে জানান। ক্যাম্প কমান্ডার বিষয়টি পাটগ্রাম থানা পুলিশকে অবগত করলে পুলিশ গ্রেনেডটি উদ্ধার করে। এটি আকারে ছোট হওয়ায় হাতের মুষ্টিতে রাখা সম্ভব। এটি নিস্ক্রিয় করতে সেনাবাহিনীর বিস্ফরোক ইউনিটকে খবর দেয়া হয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশ।

Discussion about this post