গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের চর নিশানবাড়িয়া পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বাংলা শেড রুম নাম্বার বি-৩ এর ভিতর থেকে সোহান প্রামানিক নামের ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত সোহানের বাড়ি পাবনা জেলার সদর থানার হেমায়েতপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। সে মধু প্রামানিকের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত সোহান ওই বিদ্যুৎ কেন্দ্রের ম্যানপাওয়ার গাজী এন্টারপ্রাইজ ইলেকট্রিক মিস্ত্রির সহযোগী হিসেবে কর্মরত ছিল। গত দু’দিন যাবত শারীরিক অসুস্থতার কারণে কাজে যোগদান করেনি। রুমেই অবস্থান করছিলো। বুধবার সন্ধ্যায় তার সহকর্মীরা এসে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে লাইট জ্বালাতেই তার মরদেহ সিলিংফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট করুন
Discussion about this post