মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: যড়যন্ত্রমূলক মিথ্যা মামলা হতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় মিরপুরের বিএনপির নেতা-কর্মীদের পক্ষ থেকে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার মিরপুর বাজার ঈগল চত্বর হতে মিরপুর বাসষ্ট্যান্ড পর্যন্ত বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের পক্ষ থেকে এক বিশাল আনন্দ মিছিল ও পরবর্তীতে মিরপুর বাসষ্ট্যান্ডে এক আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হক।
বিশেষ অতিথি’র বক্তব্য দেন কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও মিরপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আজাদুর রহমান (আজাদ) বিশ্বাস।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবজাল হোসেন, ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান খন্দকার টিপু সুলতান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন, মিরপুর পৌর যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া, পৌর মৎসজীবি দলের সভাপতি ইমরান হোসেন হিজবুল্লাহ, জেলা মৎসজীবি দলের আহবায়ক মাসুদ রানা, উপজেলা মৎস্যজীবি দলের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, মনিরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি পল্টু মন্ডল, সদস্য সচিব মিজানুর রহমান মিজান, সদরপুর ইউনিয়ন বিএনপি নেতা মোশারফ হোসেন মুসা ও শাহাবুল ইসলাম, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, পোড়াদহ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান পলাশ, বারুইপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মুকুল, প্রচার সম্পাদক রাশেদুজ্জামান রঞ্জু, উপজেলা ওলামা দলের সভাপতি নুরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সানমুন বাবু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শরিফ, উজ্জ্বল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মোমিন, জেলা কৃষক নেতা মানিক, যুবদল নেতা ইয়ানুর রহমান ইয়ান, নাহিদ করিম মুন, মিরপুর মাহমুদা চৌধুরী কলেজ ছাত্রদলের সভাপতি আতাউল হক চঞ্চল, বারুইপাড়া ইউনিয়ন যুবনেতা বিদ্যুৎ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তুষার, সদস্য সচিব সাব্বির আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম, পৌর কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন মন্ডল প্রমুখ। এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Discussion about this post