ভেড়ামারা প্রতিনিধি ॥ মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে ইউনিসেফ এর সহযোগিতায় শিশু বিবাহ নিরসনকে প্রাধান্য দিয়ে কিশোর কিশোরীদের কল্যাণে উপযুক্ত পরিবেশ সৃষ্টি প্রকল্পের অধীনে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নে ৭ নং ওয়াডে ষোলদাগ গ্রামে বিউটি খাতুনের বাড়িতে সকাল ১০ টায় মা দলের ডায়ালগ সেশন অনুষ্টিত হয়। ডায়ালগ সেশনে সভাপতিত্ব করেন মা দলের সভাপতি মোছাঃ আফসানা মিমি । ডায়ালগ সেশনে আলোচ্য বিষয় ছিল গত সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন, শিশু বিবাহের শাস্তি,শিশু বিবাহের কুফল,শিশুর প্রারম্ভিক বিকাশ। অংশগ্রহণকালীদের মধ্যে থেকে আলোচনা করেন মা দলের সাধারণ সম্পাদক বিউটি খাতুন,নাজিরা খাতুন,আম্বিয়া সুলতানা। মা দলের সদস্যরা বলেন আমাদের এলাকায় এখন আগের তুলনায় শিশু বিবাহ অনেক বন্ধ হয়েছে। আমরা সবায় শপথ করেছি পরিবারে কোন শিশুবিবাহ দিবোনা এবং গ্রামে যদি শিশুবিবাহ দেয় তাহলে আমরা এই বিষয়ে দলবদ্ধ হয়ে শিশুবিবাহ বন্ধে পদক্ষেপ নিবো তাছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, থানা এবং ১০৯ নম্বরে ফোন দিয়ে জানাবো। মা দলের সভাটি পরিচালনা করেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার ফ্যাসিলিটেটর সালমা খাতুন।

Discussion about this post