শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট: জেলার কালীগঞ্জ উপজেলায় কৃষক জনতা দুইটি সারের ট্রাক আটকে দিয়েছে।
ঘটনাটি ঘটেছে ৯ ডিসেম্বর রবিবার রাত ১১ টায় কাকিনায়। তাদের অভিযোগ এক ইউনিয়নের বরাদ্দকৃত সার অন্য ইউনিয়নে বেশি দামে বিক্রি করা হয়েছে।
এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা গেছে, জেলার কালীগঞ্জ উপজেলা সহ সর্বত্র তীব্র সারের কৃত্রিম সংকট চলছে। এই অজুহাতে ডিলার ও খুচরা ব্যবসায়ীরা চড়া দামে সার বিক্রি করছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বরাদ্দকৃত ডিএপি ও টিএসপি সার বোঝাই দুইটি ট্রাক গোপনে গভীর রাতে ডিলার সরিয়ে ফেলার চেষ্টা করে।
এসময় বিষয়টি কৃষক ও স্থানীয় জনতা ধরে ফেলে। গতকাল ৯ ডিসেম্বর রবিবার রাত ১১টার দিকে উপজেলার সুকানদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কৃষক ও জনাতার দাবি একই উপজেলার চলবলা ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ডিএপি ও টিএসপি সার অসৎ ডিলার কাকিনা বাজারে জনৈক ডিলারের নিকট বিক্রি করেছে।
যার পরিমাণ ডিএপি ৩০২ বস্তা এবং টিএসপি ১১১ বস্তা। কৃষকের দাবি সরকার প্রতিটি ইউনিয়নের জন্য বরাদ্দকৃত সার প্রতিটি ইউনিয়নে খুচরা বিক্রির বিধান করে দিয়েছে। এক ইউনিয়নের সার কোনমতে অন্য ইউনিয়নে নেয়া যাবেনা। কিন্তু রহস্যজনক ভাবে চলবলা ইউনিয়নের সার কাকিনায় নিয়ে যাওয়া হয়েছে। কাকিনা বাজারে ডিলারের গোপন গোডাউনে মজুদের সময় জনতা ও কৃষক ধরে ফেলে। সার ভর্তি ট্রাক দুইটি হচ্ছে রংপুর-১১-০২০৩ ও কুষ্টিয়া-১১-১৭৭৩ নম্বর। সার খালাস জনতা বন্ধ করে দেয়।
কৃষকরা জানান, অধিক মুনাফার লোভে ডিলার গণ কৃত্রিম সারের সংকট সৃষ্টি করেছে।
এ অনিয়ম দুর্নীতির কারণে কৃষি উৎপাদণে বিপর্যয় দেখা দিবে। এই দুই ট্রাক সার বিসিআইসি ডিলার আজিজুল ইসলামের বলে জনতার অভিযোগ তুলেছে। ঘটনার পর হতে তার মোবাইল বন্ধ রয়েছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কোন প্রকার দুর্নীতি হলে প্রয়োজনীয় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে ।

Discussion about this post