মীর আনোয়ার হোসেন টুটুল: টাঙ্গাইলের মির্জাপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন দিন ব্যাপি নানা অনুষ্ঠনের আয়োজন করে। অনুষ্ঠানরে মধ্যে ছিল ৩১ বার তোবধ্বনি, সরকারি বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্তরে স্মৃতি স্তম্ভ অর্জনে ফুল দিয়ে শ্রদ্ধা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলাসহ নানা অনুষ্ঠান। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে।
স্মৃতি স্তম্ভ অর্জনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র সমন্ময়ক, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, এসিল্যান্ড মাসুদুর রহমান, মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন, হাইওয়ে থানার ওসি মাসুদ খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, বিএনপির নেতা মো. আব্দুল কাদের মিয়া, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এ এস এম মহসীন, বৈষম্যবিরোধী ছাত্র সমন্ময়ক, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেসেবকদল, কৃষকদল, শিক্ষখ সংগঠনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ উপস্থিত ছিলেন।

Discussion about this post