হাটহাজারী প্রতিনিধিঃ
ঢাকার টঙ্গী ইজতেমা মাঠে মুসল্লিদের উপর সা’দপন্থীদের হামলার হুকুম দাতা ওয়াসিফুল ইসলাম ও আব্দুল হালিম গংকে গ্রেফতার ও সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রামের আলেমদের প্রতিনিধিত্বকারী সংগঠন হাটহাজারী ওলামা পরিষদের আহবানে পৌরসভার ডাক বাংলো চত্তরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা সরকারের কাছে বাংলাদেশে সা’দ পন্থিদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি জানায়।
এতে আরো বক্তব্য রাখেন, হাটহাজারী ওলামা পরিষদের সহ সভাপতি ও হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির,সহ-সভাপতি মাওলানা মীর ইদরিস নদভী,আল হুদা মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা মীর কাসেম,গড়দুয়ারা মাদ্রাসার পরিচালক মাওলানা ইদরিস,মাদার্শা মাদ্রাসার পরিচালক মাওলানা ইবরাহীম,মাওলানা মুফতী শিহাব উদ্দিন,মাওলানা হাবিবুল হক বিন খালেদ,মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী,মাওলানা জাকারিয়া নোমান ফয়জী,মাওলানা শফিউল্লাহ,মাওলানা হাফেজ আলী আকবর,মাওলানা মাহমুদ হোসাইন,মাওলানা নছিম উদ্দিন,মাওলানা নজরুল ইসলাম ওমানী,মাওলানা মুফতী মাহমুদ হাসান ফয়জী,মাওলানা নিজাম সাইয়িদ,জনাব মো: ফোরকান সিকদার,মাওলানা ইকবাল মাদানী,মাওলানা আসাদ উল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।

Discussion about this post