দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২জন গ্রেফতার হয়েছে।
গতকাল সোমবার দুপুর থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা ও কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি মুরাদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধর্মদহ গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায় পুলিশ।
এসময় মাদক ব্যবসায়ী ও মাদক পাচারকারীদের বাড়িতে বাড়িতে তল্লাশী চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীরা পালিয়ে যায়। অভিযানে মাদক ও নিয়মিত মামলার আসামি ধর্মদহ মালিপাড়া গ্রামের আব্দুল হোসেনের ছেলে রিপন আলী (৩৮) ও আদাবাড়িয়া মালিথাপাড়া গ্রামের ফজলুল হকের মেয়ে হ্যাপি (২৫) কে গ্রেফতার হয়।
অভিযানের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা জানান, সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রাম সহ পার্শ্ববতী বিভিন্ন গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হয়েছে।
অভিযানে মাদক মামলার আসামিসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

Discussion about this post