গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে মহান বিজয় দিবস ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে র্যালি।
রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালীতে বিজয় দিবস ও মানবাধিকারের ফেস্টুন প্রদর্শন করা হয়।র্যালির আয়োজন করা হয়। র্যালিটির উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক।
রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ রিইব-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মেঘনা গুহঠাকুরতার সভাপতিত্বে। রিইব-এর চলমান প্রকল্পের মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধরের সঞ্চালনায়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ফৌজিয়া আক্তার সুধীর চন্দ্র ওরাওঁ, নীরেন চন্দ্র খালকো, আনোয়ার হোসেন, বিমল রাজোয়াড়, গণেশ মাডির্, রিইব-এর উপপরিচালক নাসিমা পারভীন, রবীন্দ্রনাথ হেমব্রম প্রমুখ।
র্যালিটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ছিলেন গবেষণা সহকারী লিপি টুডু, নৃপেন্দ্রনাথ মাঝি ও সুধা টপ্প্য।

Discussion about this post