মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা: কুষ্টিয়ার মিরপুরে মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের উপজেলা পরিষদ সভাকক্ষে গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর-২০২৪) ফ্রিডম ফাউন্ডেশনের সহায়তায় ও সেতু এনজিওর বাস্তবায়নে অনুষ্ঠিত সেমিনার উদ্বোধন করেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
এছাড়াও বাংলাদেশ ফ্রীডম ফাউণ্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জুলেখা খাতুন, সেতুর পরিচালক আর এম ফুয়াদ, সহকারী ম্যানেজার সঞ্জয় কুমার বিশ্বাস, ফ্রিডম ফাউন্ডেশনের অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন, সেতুর প্রকল্প সমন্বয়কারি আমজাদ হোসেন, লাইফ স্কিল ও ইন্টারপেনারসীপ ডেভেলপমেন্ট অফিসার বন্দনা চাকিসহ উপজেলার প্রকল্পভুক্ত ৩০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ সেমিনারে অংশ নেয়।

Discussion about this post