ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে নতুন ডীন নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা হলেন, আইন বিভাগের অধ্যাপক ড. মোছা. সৈয়দা সিদ্দীকা এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. তানজীমা পারভীন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, দুই অনুষদে ডীনের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় নতুন করে দু’জন অধ্যাপককে ডীন হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় আইন-১৯৮০ (সংশোধিত-২০১০) এর ধারা ২৩(৪) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম নতুন নিয়োগ পাওয়া এ ডীনদের আগামী দুই বছরের জন্য নিয়োগ দিয়েছেন। এ দায়িত্ব পালনের জন্য তারা নিয়মানুযায়ী যথাযথ সুযোগ-সুবিধা পাবেন। অনুষদ সূত্রে জানা যায়, আইন অনুষদের নতুন ডীন হিসেবে অধ্যাপক ড. মোছা. সৈয়দা সিদ্দীকা সদ্য সাবেক ডীন অধ্যাপক ড. হালিমা খাতুনের স্থলাভিষিক্ত হবেন এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডীন হিসেবে অধ্যাপক ড. তানজীমা পারভীন অধ্যাপক ড. নজিবুল হকের স্থলাভিষিক্ত হবেন।

Discussion about this post