প্রভাষক রীতা গুপ্তা, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরে প্রেস ব্রিফিংয়ের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে উত্তরবঙ্গের গৌরবময় সংগ্রামী ঐতিহ্য এবং বিপ্লবী চেতনা পুনরুজ্জীবিত করার প্রত্যয়ে উত্তরবাংলা ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
আজ রোববার (৫ জানুয়ারি) সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে উত্তরবাংলা বিপ্লব ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এই রাজনৈতিক সংগঠনের প্রেস রিলিজ পাঠ করেন সংগঠনের চিফ অ্যাডমিন্সিট্্েরটর ফয়জার রহমান সজিব।
এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, উত্তরবঙ্গ বরাবরই ছিল আন্দোলন ও বিপ্লবের মাটি। মাওলানা ভাসানী, হাজী মোহাম্মদ দানেশ,ইলা মিত্র, নূরলদীনসহ অগনিত বিপ্লবীর নাম ইতিহাসে অমর। ২০২৪ সালের গন আন্দোলনে এ্ অঞ্চলের প্্রাণহারান বহু মানুষ,আহত হন হাজারো। কিন্তু তাদের আত্বত্যাগ আজও অপরিচিত। এই বিপ্লবীদের স্মৃতি সংরক্ষন এবং তরুণ প্রজন্মের মদ্যে সংগ্রামের চেতনা জাগ্রত করতেই প্রতিষ্ঠিত করা হয়েছে উত্তরবাংলা বিপ্লব ফাউন্ডেশন। এই সংগঠনটি পূর্বে “জুলাই ফাউন্ডেশন বাংলাদেশ“ নামে পরিচিত ছিল। প্রশাসনিক সুবিধা এবং লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে আরও সাযুজ্য আনতে এখন থেকে এটি “উত্তরবাংলা বিপ্লব ফাউন্ডেশন“ নামে পরিচিত হবে। উত্তরবাংলা ফাউন্ডেশন লক্ষ্য ও উদ্দেশ্য ৪টি এবং ৪টি কার্যক্রম বাস্তবায়ন করবে। লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে উত্তরবঙ্গের বিপ্লবী ইতিহাস এবং সংগ্রামীদের স্মৃতি সংরক্ষণ, তরণ প্রজন্মকে বিপ্লবী চেতনায় উদ্ধুদ্ধ করা, আন্দোলনের অজানা গল্প তুলে ধরে সামাজিক পরিবর্তনে ভুমিকা রাখা,স্থানীয় ও জাতীয় পর্যায়ে ইতিহাসভিত্তিক কার্য্যক্রম পরিচালনা।
এছাড়াও বর্তমান কার্য্যক্রমে ডকুমেন্টারী নির্মাণ : কারাগারের অন্ধকারে বিপ্লব“ নামে একটি ডকুমেন্টারী সিরিজ,গল্প সংগ্রহ : আন্দোলনের অজানা কাহিনী ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাতকার, সেমিনার ও কর্মশালা : তরণদের জন্য সৃজনশীর আয়োজন ও বিপ্লবী সেমিনার ও পুস্তুক প্রকাশ: সংগ্রহ করা গল্প ও তথ্য নিয়ে একটি বই প্রকাশ। এসময় উত্তরবাংলা বিপ্লব ফাউন্ডেশন পরিচালনার লক্ষে ২টি পৃথক কমিটি ঘোষনা করা হয়।
প্্েরস বিফিং উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের এসোসিয়েট প্রফেসর নুরে আলম সিদ্দিকী রনি, হারুনুর রশীদ হিমেল, একরামুল হক আবির, মোহাম্মদ আলী, আটিকুর রহমান শুভ, ফয়সাল মোস্তাক, নুসরাত জাহান মিরা, আব্দুর রহমান, তাসফিক জামান তপু, সাকিব আহমেদ, ফাহমিদ বাসলাম ফাহমিদ প্রমুখ।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post