কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় জেলা বিএনপির সদ্য ঘোষিত বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিলসহ ৩দফা কর্মসূচী ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছে পদ বঞ্চিতরা।
সোমবার দুপুর ১টায় শহরের কারামায় রেস্তোরায় এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেরজুল ইসলাম রিন্টু।
সংবাদ সম্মেলনে লিখিল বক্তব্য পাঠ করেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামীমুল হাসান অপু।
বিতর্কিত কমিটি বাতিল দাবিতে ঘোষিত ৩দফা কর্মসূচী হলো- ৮ জানুয়ারী বিক্ষোভ মিছিল সমাবেশ, ১২ জানুয়ারী বিএনপির কেন্দ্রিয় অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও অনশন এবং ১৬ জানুয়ারী কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ ও অনশন।
এসময় সেকানে জেলা বিএনপির সাবেক কমিিিটর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিষয়ে মুঠোফোনে আলাপকালে কুষ্টিয়া জেলা বিএনপির সদ্য গঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, ‘উনাদের দাবির সাথে আমাদের কোন দ্বি-মত নেই। তবে এই উদ্ভুত পরিস্থিতি নিরসনে যেটা করনীয় সেটা নির্ভর করছে কেন্দ্রিয় নেতৃবৃন্দের সিদ্ধান্তের উপর। যতদুর জানি এবিষয়ে উনারাও কেন্দ্রিয় নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন। কিন্তু ফাইনালি কি সিদ্ধান্ত হয়েছে সেটা আমার জানা নেই’।

Discussion about this post