ইবি প্রতিনিধি ॥ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত ইবি সংসদের ১৬তম কাউন্সিল শেষে রাতে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জি.কে. সাদিক এবং সাধারণ সম্পাদক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আজিজুল হক পিয়াস মনোনীত হয়েছেন। কমিটি গঠনের পর সোমবার রাতেই নব-গঠিত কমিটিকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি ফয়েজ উল্লাহ। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এক সংবাদ বার্তায় এ তথ্য জানায় সংগঠনটি। কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি রুমি নোমান, ইমানুল সোহান, সহকারী সাধারণ সম্পাদক হিরা দেবনাথ, সাংগঠনিক সম্পাদক মেহেদী রাফি, কোষাধ্যাক্ষ ওবায়েদুর রহমান আনাস, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক উদয় দেবনাথ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিয়া মাহমুদ মীম, সাংস্কৃতিক সম্পাদক নূর আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুমন শেখ, সমাজ কল্যাণ সম্পাদক সাকিব হোসেন, ক্রীড়া সম্পাদক রাজিন। এছাড়া কার্য নির্বাহী সদস্যরা হলেন- নূরুন্নবী সবুজ, আহমেদ তৌফিক, ইশতিয়াক আহমেদ, মাহমুদুল হাসান, সিয়াম আহসান, তন্ময় বৈদ্য, সবুজ আলম, মোখলেসুর রহমান সুইট, মামুন হাবিব, আঁখি, আসিফ, মাহমুদুল ইসলাম দীপু ও আহসান হাবিব রানা।

Discussion about this post