নিজস্ব প্রতিবেদক: সামাজিক ও মানবিক সংগঠন সাহেরা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে কুষ্টিয়ায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় কুষ্টিয়া সদর উপজেলার পৌর ১৬নং ওয়ার্ড বাড়াদী ঈদগাহ মোড় এলাকায় প্রতিবছরের ন্যায় এ বছরও শীতবস্ত্র বিতরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা নাহিদ মজমাদার, বাড়াদী দারুস সালাম মসজিদের সিনিয়র উপদেষ্টা মো রেজাউল ইসলাম হক,সভাপতি হাজ্বী আক্কাস আলী মন্ডল,সেক্রেটারি নজরুল ইসলাম মুকুল,সহ-সভাপতি হাজ্বী মোহাম্মদ সুলতান উদ্দিন,জয়েন্ট সেক্রেটারি নজরুল ইসলাম নজু, কুষ্টিয়া হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হাজী মোঃ আতিয়ার রহমান, কুষ্টিয়া আদর্শ লাইব্রেরীর সভাপতি এ.কে.এম আশরাফুল ইসলাম, ইঞ্জিনিয়ার শাহেদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আবুল মন্ডল,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: সাইফুল ইসলাম,সমাজসেবক মো:আব্দুর রাজ্জাক,বিশিষ্ট ব্যবসায়ী মো রবিউল ইসলাম,সাহেরা খাতুন ফাউন্ডেশনের পরিচালক ইউনুস আলী, কামরুজ্জামান কামু,১৬নং ওয়ার্ড বিএনপি নেতা জসিম,১৬নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ টমাস,১৬নং ওয়ার্ড বিএনপি নেতা ডাক্টার শাহীন আহমেদ উজ্জ্বল, আসাদুল্লাহ হাদী, প্রমুখ।
এদিকে এলাকাবাসীর মধ্যে বাছাইকৃত প্রায় শতাধিক নারী ও পুরুষদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও বাড়াদী এলাকার গোরস্থান সংলগ্ন রশিদিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝেও হাদিয়া হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এদিকে সংগঠনটির প্রধান উপদেষ্টা মুফতী শামছুর রহমান, উপদেষ্টা হাজ্বী ইউসুফ আলী,প্রতিষ্ঠাতা মোঃ ইদ্রিস আলী তাদের পৃথক পৃথক বক্তব্যে বলেন , শীতের পোশাক থাকা সত্ত্বেও নতুন আরেকটি পোশাক কেনার আগে আমাদের উচিত অসহায় মানুষের শীতকষ্ট উপলব্ধি করা। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘কোনো মুসলমান অপর মুসলমানকে কাপড় দান করলে যতক্ষণ ওই কাপড়ের টুকরা তার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত দানকারী আল্লাহর হেফাজতে থাকবে।শীতের তীব্রতা খুব বেশি বেড়ে গেলে কিংবা টানা শৈত্যপ্রবাহ থাকলে আমরা শীতবস্ত্র বিতরণের প্রয়োজন অনুভব করি। দান করার ইচ্ছা থাকলে শীতের শুরুতেই অসহায়দের শীত উপকরণ পৌঁছে দেওয়া উচিত।
এতে শীতার্তদের কষ্ট লাঘব হয়। তা ছাড়া হাদিসে যথা সময়ে দ্রুত দান করার আদেশ দেওয়া হয়েছে। আবু হুরায়রা (রা.) বলেন, এক সাহাবি রাসুল (সা.)-এর কাছে এসে বলেন, ‘হে আল্লাহর রাসুল (সা.)। কোনো দানে সওয়াব বেশি পাওয়া যায়? তিনি বলেন, সুস্থ ও কৃপণ অবস্থায় তোমার দান করা, যখন তুমি দারিদ্র্যের আশঙ্কা করবে ও ধনী হওয়ার আশা রাখবে। দান করতে এ পর্যন্ত বিলম্ব করবে না, যখন প্রাণবায়ু কণ্ঠাগত হবে, আর তুমি বলতে থাকবে, অমুকের জন্য এতটুকু, অমুকের জন্য এতটুকু, অথচ তা অমুকের জন্য হয়ে গেছে।’ (বুখারি, হাদিস : ১৪১৯)। আল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দান করুন। সর্বপোরী দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
প্রিন্ট করুন
Discussion about this post