ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় গতকাল বুধবার সকাল ১০টার সময় ভেড়ামারা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে কারিগরি শিক্ষা প্রসারের জন্য বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। কারিগরি শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো “একটাই লক্ষ্য হতে হবে দক্ষ”। উক্ত বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার দীনেশ সরকার, উপজলো মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহাম্মেদ, ভেড়ামারা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ শাখাওয়াত জাহান রেন্টু, জাসদ নেতা মোস্তাক সহ বিদ্যালয়র শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। এসময় সময় এই প্রতিবেদককে ভেড়ামারা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ শাখাওয়াত জাহান রেন্টু র্যালি শেষে বলেন, বর্তমানে অত্র টেকনিক্যাল স্কুল ও কলেজে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী (জেএসসি ভোকেশনাল ও এএসসি ভোকেশনাল) পর্যন্ত ভর্তি চলছে। আরো বলেন, ছাত্র-ছাত্রীদের দক্ষ ভিত্তিক কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

Discussion about this post