ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
গতকাল রবিবার দুপুরে কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের স্বাক্ষরিত বিএনপি’র প্যাডে পৃথক পৃথক ভাবে উভয় কমিটির আত্মপ্রকাশ ঘটে।
ভেড়ামারা উপজেলা কমিটিতে আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে, ভেড়ামারা উপজেলা বিএনপির পরীক্ষিত কান্ডারী, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক পৌরসভার মেয়র, ভেড়ামারা উপজেলা বিএনপি’র বারবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম আলমকে। সদস্য সচিব হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভেড়ামারা উপজেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য মোঃ শাজাহান আলীকে। সম্মানিত সদস্য হিসেবে রাখা হয়েছে, ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শিহাবুল ইসলাম শিহাব চেয়ারম্যানকে।
পৌর বিএনপির আহবায়ক হিসেবে অপরিবর্তিত রয়েছেন, পৌর বিএনপির দীর্ঘদিনের সভাপতি, দায়িত্বশীল নেতৃত্ব বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ। সদস্য সচিব হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে, বারবার কারাবরণ করা নির্যাতিত ও পরীক্ষিত নেতা, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুকে। এছাড়াও সিনিয়র যুগ্ন আহবায়ক মনোনীত হয়েছে, যুবদলের আহবায়ক, বিএনপির দুঃসময়ের পরীক্ষিত নেতা শামীম রেজা শামীম।
৩১ সদস্যের উপজেলা বিএনপির কমিটিতে সিনিয়র যুগ্ন আহবায়ক হিসেবে শফিকুল ইসলাম বিশুকে, যুগ্ন আহ্বায়ক হিসাবে ৭ জনকে, সম্মানিত সদস্য হিসেবে শিহাবুল ইসলাম চেয়ারম্যানকে, বাদ বাকি ১৯ জনকে সাধারণ সদস্য করা হয়েছে। ৩১ সদস্যের পৌর বিএনপির কমিটিতে সিনিয়র যুগ্ন আহবায়ক হিসেবে শামীম রেজা শামীমকে, ৬ জনকে যুগ্ন আহবায়ক, মহসিন রেজাকে সম্মানিত সদস্য, বাদবাকি ২১ জনকে সাধারণ সদস্য করে কমিটি ঘোষণা করা হয়েছে।

Discussion about this post