মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে জামাতের সমাবেশে হামলার ঘটনায় নিহত খোকন মোল্লার দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে বুরাপাড়া মিটন মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে বুরাপাড়া গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য খন্দকার এ কে এম আলী মুহসিন, জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম, নায়েবে আমীর আব্দুল গফুর, সাবেক নায়েবে আমীর অধ্যাপক ফরহাদ হোসাইন, সেক্রেটারী অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার, শহর আমীর এনামুল হক, টিম সদস্য অধ্যাপক জোমারত আলী, কুমারখালি-খোকসার জামাত নেতা আবজাল হোসাইন, মিরপুর উপজেলা আমীর খন্দকার মাওলানা রেজাউল করিম, দৌলতপুর উপজেলা আমীর মাওলানা বেলাল হোসাইন, ভেড়ামারা উপজেলা আমীর জালাল উদ্দীন, মিরপুর উপজেলা সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন, সহকারী সেক্রেটারী ওমর ফারুক, গোলাম মোস্তফা, এ্যাড. মাহফুজুর রহমান, আমলা ইউনিয়ন আমীর নাসিম রেজা মুকুল সহ স্থানীয় জামায়াতে ইসলামীর প্রায় ১০ হাজার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন
Discussion about this post