দৌলতপুর প্রতিনিধি ॥ মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে ইউনিসেফ এর সহায়তায় “শিশু বিবাহ নিরসনকে প্রাধান্য দিয়ে কিশোর কিশোরীদের কল্যাণে উপযুক্ত পরিবেশ সৃষ্টি” প্রকল্পের অধীনে দৌলতপুর উপজেলার তারাগুনিয়া নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সকাল ১১:০০ ঘটিকায় কন্যা সন্তানদের শিশু বিবাহ না দিয়ে শিক্ষায় এগিয়ে নেওয়ায় পরিবারকে শুভেচ্ছা স্মারক ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।শুভেচ্ছা স্মারক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আব্দুল আলিম, প্রধান শিক্ষক, তারাগুনিয়া নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ সেলিম চৌধুরী, চেয়ারম্যান, হোগলবাড়িয়া ইউনিয়ন। প্রধান আলোচক হিসাবে আলোচনা সভায় অংশ নেন সরদার মোঃ আবু সালেক,উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, দৌলতপুর। অন্যান্য আলোচক হিসাবে আলোচনা সভায় অংশ নেন মোছাঃ সাবিনা ইয়াসমিন, অভিভাবক, তৌহিদুল ইসলাম রফজেল,অভিভাবক, লাভলুল হক, অভিভাবক ও বাবা দলের সভাপতি, ওবায়দুর রহমান , কাজী সমিতির সভাপতি, মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক, তারাগুনিয়া নি¤œ মাধ্যমিক বিদ্যালয়। অভিভাবকবৃন্দ সমাজের অনেকের কথাকে অগ্রাহ্য করে নিজেদের কন্যা সন্তানকে কিভাবে শিক্ষায় এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই বিষয়ে তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন এবং অন্যদেরকেও এ বিষয়ে উৎসাহিত হতে আহবান জানান। সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জীবন্নাহার খাতুন,প্রকল্প সমন্বয়কারী এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন রকিবুল ইসলাম ,উপজেলা সমন্বয়কারী। সার্বিক সহযোগিতায় ছিলেন মোসাঃ নাজমুন্নাহার,মোঃ আরিফুল ইসলাম ও ওয়াজেদ আলী,ইউনিয়ন ফ্যাসিলিটেটর,শিশু বিবাহ নিরসন প্রকল্প।

Discussion about this post