মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে আটক করেছে পুলিশ।
এসময় তাদের নিকট থেকে রামদা, ছুরা ও একটি ইঞ্জিন চালিত নসিমন জব্দ করা হয়।
শনিবার (১৮ জানুয়ারী) ভোর রাতে উপজেলার কাকিলাদহ ফাড়ী পুলিশ রাধানগর-দর্গাপাড়া গামী রোডের মধ্যবর্তী গলাকাটা নামক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃত ডাকাত দলের সদস্যরা হলো, মেহেরপুর সদর
থানার বামনপাড়া এলাকার কিবরিয়া মুন্সী (২৭), রাধাকান্তপুর এলাকার জয়নাল আবেদীন (২৩), চক শ্যামনগর এলাকার আশিক (২১), সুজন মিয়া (২০) ও রাজাপুর এলাকার গোলাম সারোয়ার (২৪)। এছাড়াও উক্ত ঘটনায় স্থানীয় দুজন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।
এ ঘটনায় মিরপুর থানায় একটি ডাকাতী মামলা দায়ের হয়েছে।
মামলার বাদী কাকিলাদহ ফাড়ির ইনচার্জ তাহমুদুল ইসলাম বলেন, ওইদিন ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল ডাকাত অস্ত্রসস্ত্র নিয়ে সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে আমি সহ পুলিশ ফোর্স রাধানগর-দর্গাপাড়া গামী রোডের মধ্যবর্তী গলাকাটা নামক স্থানে অভিযান
চালায়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের দুই জন সদস্য পালিয়ে গেলেও ৫ জন ডাকাতকে হাতে নাতে ধরে ফেলি। এসময় তাদের নিকট থেকে একটি বড় রামদা, একটি ছোট রামদা, একটি ছুরি ও দড়ী উদ্ধারসহ একটি ইঞ্জিন চালিত গরু
টানা গাড়ী উদ্ধার করা হয়। আটককৃতদের রাতেই থানাতে সোপর্দ করা হয়। এঘটনায় ৭ জনের নামে থানাতে একটি ডাকাতী মামলা দায়ের করা হয়েছে। মিরপুর থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম জানান, পুলিশের অভিযানে ৫জন ডাকাতকে আটক করা হয়েছে। তাদেরকে ডাকাতি মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post