ইরফান উল্লাহ, ইবি: শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ল্যাবরেটরী স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে ল্যাবরেটরী স্কুলের সভাকক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এতে বিজয়ী প্রথম তিন জনকে পুরষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে শাখা ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
উপস্থিত ছিলেন, ছিলেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. এ.বি.এম জাকির হোসেন এবং ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান। এছাড়াও শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য নুর উদ্দিন ও রাফিজ আহমেদসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, জিয়াউর রহমানের জন্মদিনে শিশুদের ছাত্রদলের এমন আয়োজন প্রশংসনীয়। জিয়াউর রহমান শিশুদের উন্নয়ন ও মনোজগতের বিকাশের জন্য শিশু একাডেমি প্রতিষ্ঠা ও শিশু মেলা চালু করেছিলেন। যা বিগত স্বৈরাচার সরকার বন্ধ করে দিয়েছিলো। জিয়াউর রহমান শিশুদের নিয়ে ভাবতেন। তাই তিনি শিশুদের জন্য কাজ করেছিলেন।
প্রিন্ট করুন
Discussion about this post