শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা):
খুলনার পাইকগাছার কপিলমুনিস্থ আফাজউদ্দিন ট্রাস্ট’র উদ্যোগে মঙ্গলবার সকালে স্থানীয় জিয়া হেলথ কেয়ার সেন্টার চত্ত্বরে ধর্মপ্রাণ মুসল্লী ও মা-বোনদের মাঝে বাংলায় অনুবাদকৃত কোরআন শরীফ ও জায়নামায বিতরণ করা হয়েছে।
দৈনিক ইত্তেফাকের য়ুগ্ম সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র চেয়ারম্যান ও আফাজউদ্দিন ট্রাস্টের প্রতিষ্ঠাতা আনোয়ার আলদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচ শতাধিক মানুষের মাঝে এসব কোরআন শরীফ ও জায়নামায বিতরণ করেন।
এর আগে গত ১৮ জানুয়ারী প্রতিষ্ঠানটি থেকে তারেক রহমানের পক্ষে সেখানকার দু’ সহস্রাধিক অসহায়, দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল ও ১৯ চাদর বিতরন করা হয়।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের চেয়ারম্যান ও দেশের ঐতিহ্যবাহী জাতীয় দৈনিক ইত্তেফাক’র যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত শীতবস্ত্র বিতরণ করেন।
পর্যায়ক্রমে এসব শীতবস্ত্র, ধর্মীয় গ্রন্থ ও উপকরণ বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর-৬ আসনের ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ, পাইকগাছা উপজেলা বিএনপি’র সভাপতি ডা: আব্দুল মজিদ, সিনিয়র সাংবাদিক এস,এম মুস্তাফিজুর রহমান পারভেজ, দীপ্ত নিউজ২৪.কম’র সম্পাদক ও প্রকাশক শেখ দীন মাহমুদ, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক এইচ, এম শফিউল ইসলাম, কে,আর,আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমান, কপিলমুনি হরিঢালী মহিলা কলেজের উপাধ্যক্ষ তোরব আলী, কপিলমুনি কলেজের প্রভাষক শফিকুল ইসলাম, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, মসজিদের ইমাম-খতিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ঠজনরা।
প্রসঙ্গত, উপজেলার কপিলমুনির শহরতলী হরিঢালীর নগরশ্রীরমপুরস্থ অজ পাড়াগাঁয়ে সাংবাদিক নেতা আনোয়ার আলদীন আফাজ উদ্দিন ট্রাস্ট প্রতিষ্ঠার পাশাপাশি সেখানে একসাথে বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার, ইকরা একাডেমি ও জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রতিষ্ঠা করেন। এসব প্রতিষ্ঠানে যাতায়াতের সুবিধার্থে নিজ উদ্যোগে রাস্তা নির্মাণ করেন।
তৃণমূলের প্রচার বিমূখ একজন উন্নয়ন উদ্যোক্তা আনোয়ার আলদীন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলছিলেন, শীত-দুর্যোগ-দুঃসময়ে আমরা বিগত দিনেও এ অঞ্চলের অসহায় দুস্থ মানুষের মাঝে নিয়মিত সাধ্যমতো সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করেছি। রমজানে মাসব্যাপী তিন শতাধিক গরিব অসহায় মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হচ্ছে । এ অঞ্চলের অবহেলিত রাস্তাঘাটগুলোর উন্নয়নে আমরা সাধ্যমত চেষ্টা করছি । ইতোমধ্যে এলাকায় সূপেয় পানির অভাব মোচনে কয়েকটি গ্রাম ও বাজারে ডিপ টিউবওয়েল বসানো হয়েছে।
বাসস চেয়ারম্যান বলেন, প্রতিটি জনকল্যানমূলক কাজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবগত রয়েছেন। সারা দেশের ন্যায় অত্রাঞ্চলের প্রতি তার দিক নির্দেশনা ও বিশেষ সুনজর রয়েছে। এসব কর্মকান্ড বাস্তবায়ন ও পরিচালনায় যারা সর্বাত্মক সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলের জন্য দোয়া ও শুভকামনা করেন তিনি।
এদিকে তৃণমূলের অবহেলিত জনপদের এক স্থান থেকে প্রায় সব ধরনের সেবা পেয়ে খুশী সেখানকার সাধারণ মানুষ। সারা দেশে ব্যতিক্রমী উদ্যোগ মসজিদ ভিত্তিক ক্লিনিকসহ অন্যান্য সেবার ব্যবস্থায় সকলেই সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Discussion about this post