মীর আনোয়ার হোসেন টুটুল:
টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে লন্ডন প্রবাসির মাইক্রোবাসে ডাকাতি ও মালামাল লুটের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ডাকাত দলের দুই সদস্য মিলন ও মানিক টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বাদল কুমার চন্দ্রের আদালতে ডাকাতির ঘটনার ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে বলে আজ শুক্রবার মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানিয়েছেন।
গ্রেফতারকৃত আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা হচ্ছে ঢাকার উত্তরা থানার শহীদ মিয়ার ছেলে রনি (২৮), ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্জারামপুর উপজেলার পাইকারচর গ্রামের নাসির আলীল ছেলে মানিক (৩০), ফরিদপুর জেলার ভাংগা উপজেলার শাকিল হোসেন (২৮), ময়মনসিংহ জেলার কতোয়ালী থানার ফারুক মিয়ার ছেলে আশরাফুল(২৫), একই এলাকার ইমরান মিয়ার ছেলে সাগর হোসেন (২৩) এবং শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ফতেপুর গ্রামের মিজান মিয়ার ছেলে মিলন হোসেন (২১)।
ডাকাত দলের এই সদস্যরা সংঘবদ্ধ হয়ে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে রাজধানী ঢাকা, বাড্ডা, উত্তরা, টঙ্গি, গাজীপুর, আশুলিয়া, সাভার, গাবতলী, মহাখালী, চন্দ্রা, চৌরাস্তা, নবীনগর, বাইপাইলসহ বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বিভিন্ন বাসাবাড়ি ও ট্রাক, বাস, মাইক্রোবাসে ডাকাতি করে আসছে বলে পুলিশ জানিয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, গত ১১ জানুয়ারি ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে একটি নোয়া হাইচয়েজ (মাইক্রোবাস) নিয়ে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার লন্ডন প্রবাসি রাজু তালুকদার বাড়ি আসছিলেন। নোয়া হাইচয়েজটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলেল গোড়াই অভার ব্রিজের উপর উঠলে ১০-১২ জনের একটি ডাকাত দল সামনে একটি পিকআপ দিয়ে গতিরোধ করে নোয়া হাইচয়েজের সব যাত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ফেলে। ডাকাত দলের সদস্যরা তাদরে মারপিট করে বিদেশ থেকে আনা ছোট বড় মিলে তিনটি লাকেজসহ মালামাল লুটে নেয়। নগদ টাকাসহ প্রায় ১৮-২০ লাখ টাকা লুটে নেয় বলে প্রবাসি রাজু তালুকদার ও তার ভাতিজা সাইফুর রহমান জানিয়েছেন।
এদিকে ডাকাতির ঘটনায় লন্ডন প্রবাসি রাজু তালুকদারের ভাতিজা সাইফুর রহমান বাদী হয়ে ১১ জানুয়ারি মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন বিষয়টি টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকীসহ পুলিশের গোয়েন্দা সংস্থাকে অবহিত করেন। তাদের সঠিক দিক নির্দেশনায় ও মামলার সুত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মির্জাপুর থানা পুলিশ গাজীপুর, টঙ্গি ও ঢাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গত বুধবার গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক ডাকাতির বেশ কিছু মালামাল উদ্ধার করে।
এ ব্যাপারে আজ শুক্রবার মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যদের গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বাদল কুমার চন্দ্রের আদালতে হাজির করা হলে ডাকাত দলের দুই সদস্য মিলন ও মানিক ডাকাতির ঘটনার ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে। কাদের গ্রুপের ডাকাত দলের অপর সদস্যদের গ্রেফতারে পুলিশ কাজ করে যাচ্ছেন বেল তিনি উল্লেখ করেন।
প্রিন্ট করুন
Discussion about this post